প্রকাশিত: Fri, Nov 10, 2023 11:49 PM
আপডেট: Sat, Jul 5, 2025 4:16 AM

[১]শুক্রগ্রহে অক্সিজেন আছে, জানালো ইসরো

ইমরুল শাহেদ: [২] ইসরো বলেছে, পৃথিবীর মতো না হলেও অক্সিজেন অণু মিশে আছে গ্রহের পরিমণ্ডলে। নাসা ও জার্মান অ্যারোস্পেস সেন্টারের যৌথ গবেষণায় ধরা পড়েছে শুক্রগ্রহের বাতাসে ভেসে বেড়াচ্ছে অক্সিজেন। সোফিয়া এয়ারবর্ন অবজার্ভেটরি তার টেলিস্কোপ তাক করে দেখেছে, শুক্র গ্রহের উপরের দুটি স্তরে নানা গ্যাসের মধ্যে রয়েছে অক্সিজেন অণুও। যদিও শ্বাস টানার মতো অক্সিজেন গ্যাস তৈরি হয়নি শুক্রে। সূত্র: দি ওয়াল

[৩] পৃথিবীর বাতাসের ২১ শতাংশ হল অক্সিজেন। কিন্তু শুক্রের বাতাস খুবই ভারী ও গাঢ়। সেখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণই বেশি প্রায় ৯৬.৫ শতাংশ। বিজ্ঞানীরা আগে দেখেছিলেন, শুক্রে কার্ব ডাই অক্সাইডের স্তরে বেশি মাত্রায় আছে নাইট্রোজেন ও অন্যান্য গ্যাস। কিন্তু এখন দেখা যাচ্ছে, শুক্রের পরিমণ্ডলে ভেসে বেড়াচ্ছে অক্সিজেন অণু।

[৪] কোথা থেকে আসছে এই অক্সিজেন? নাসা জানিয়েছে, সূর্যের অতিবেগুনী রশ্মি শুক্রের বাতাসের কার্বন ডাই অক্সাইড ও কার্বন মনোক্সাইডকে ভেঙে অক্সিজেন তৈরি করছে। এই অক্সিজেন বাতাসে মিশছে। দেখা গেছে, রাতের দিকে এই অক্সিজেনযুক্ত বাতাস বইছে শুক্রের অন্দরমহলে। শুক্র গ্রহের যে দিকটা সূর্যের দিকে মুখ করে থাকে সেখানেই সবচেয়ে বেশি অক্সিজেন তৈরি হচ্ছে। শুক্রের মাটি থেকে ৬০ মাইল (১০০ কিলোমিটার) উপরে দুটি স্তরের মধ্যে অক্সিজেন খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা।

[৫] শুক্র গ্রহ দেখতে উজ্জ্বল হলেও এর বায়ুমণ্ডল কিন্তু মোটেও সুখকর নয়। ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছিলেন, শুক্রের বায়ুমণ্ডল খুব ঘন, অ্যাসিডে ভরা। বায়ুর চাপ পৃথিবীর থেকে প্রায় ১০০ গুণ বেশি। এমন পরিমণ্ডলে ঢোকা খুবই বিপজ্জনক। তবে শুক্র অভিযানের প্রস্তুতি চলছে জোরকদমে।

[৬] শুক্রগ্রহের কক্ষে পৌঁছে নানা রকম পরীক্ষানিরীক্ষা করবে ইসরোর শুক্রযান। প্রথমে ঠিক হয়েছিল ১৭৫ কিলোগ্রাম ওজনের যন্ত্রাংশ নিয়ে পাড়ি দেবে শুক্রযান। তবে পরে পে-লোডের ওজন কমিয়ে ১০০ কিলোগ্রাম করা হয়। সম্পাদনা: ইকবাল খান